চাঁদপুর: ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের মহান সংগঠক, প্রথিতযশা সাংসদ মরহুম মিজানুর রহমান চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী।
উল্লেখ্য, একইদিনে মরহুমের জ্যেষ্ঠ ছেলে আব্দুল্লাহ মিজান দীপু চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ সকাল ৭টায় মরহুমদের কবরে ফাতেহা পাঠ ও দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
চাঁদপুরের নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত এবং বাদ আসর বিভিন্ন মসজিদে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। এতে সকল স্তরের নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী, সর্বদ্বয় বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের যেনো আল্লাহপাক তাঁদের জীবদ্ধশার সমস্ত ভুলত্রুটি মাফ করে জান্নাতুল ফিরদাউস নছিব করেন। আমীন।