বৃহস্পতিবার আইদি পরিবহনের যাত্রা শুরু

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: ‘অসহায় মানুষের কল্যাণে’ নিরাপদ ও আরামদায়ক যাত্রার প্রতিশ্রুতি নিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উদ্বোধন হতে যাচ্ছে আইদি পরিবহনের।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পরিবহনের যাত্রা শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আইদি এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রাথমিক অবস্থায় বাসগুলো চলবে চাঁদপুর থেকে খাজুরিয়া পর্যন্ত এবং চাঁদপুর সদর, মহামায়া, বাকিলা, হাজীগঞ্জ, আলীগঞ্জ, দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া ও খাজুরিয়াসহ মোট ৮টি স্থান থেকে যাত্রী ওঠা-নামা করবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই খাজুরিয়া থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে খাজুরিয়া বাসট্যান্ডে যাত্রীদের পৌছে দেয়া হবে।

আইদি পরিবহনের অন্যতম সমন্বয়ক তাজুল ইসলাম সুমন বলেন, প্রাথমিক অবস্থায় চাঁদপুর টু খাজুরিয়া এবং খাজুরিয়া টু চাঁদপুরে আইদি পরিবহনের বাসগুলো চলাচল করবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি এবং আমাদের কাজগুলো চলমান রয়েছে, আশাকরি খুব শিঘ্রই কুমিল্লা বাসগুলো চলাচল করবে।

সুমন বলেন, আইদি পরিবহনের মাধ্যমে যে টাকা আয় হবে, সেই টাকা দিয়ে শাহরাস্তি উপজেলার দৈ-কামতা এলাকায় স্থাপিত ‘পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানে ব্যয় করা হবে। ওই বৃদ্ধাশ্রমে কোন টাকা ছাড়াই অসহায় বৃদ্ধ মা ও বাবাদের থাকা, খাওয়া, পোশাক ও চিকিৎসা করানো হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম