প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় বাংলাদেশ মানে বন্যা খরা দুর্যোগ মনে করতে, এখন মনে করে না। এখন বিশ্বে বাংলাদেশকে রোল মডেল মনে করে। এটি সম্ভব হয়েছে একটানা ক্ষমতায় একটি গণতান্ত্রিক ধারা বজায় আছে বলেই।
সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকারপ্রধান। কাতার সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, এখন নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ইভিএমে ভোটগ্রহণ করতে চেয়েছিলেন। তবে অনেকের আপত্তির কারণে তিনি বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু পারবে না। মোকাবেলা করবে জনগণ।
শেখ হাসিনা বলেন, যুদ্ধের পর একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে হাত দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহান। মাত্র তিন বছর সাত মাসে স্বল্পোন্নত দেশে গড়ে যান। এরপর অন্ধকার নেমে আসে। আমরা ২০০৮ নির্বাচনে যে রূপকল্প ঘোষণা দিয়েছিলাম, সেটি করতে সক্ষম হয়েছি।-খবর জনকন্ঠ অনলাইন।