পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব খান মুন্না কে বহিষ্কার 

চাঁদপুর: সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব খান মুন্নাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল কেন্দ্রীয় কমিটি।
দলীয় পেডে এক পত্রে  এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
বহিষ্কার পত্র সূত্রে জানা যায়,সংগঠন বিরোধী সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব খান মুন্না কে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কর্মের কোন দায় দায়িত্ব দল নিবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
ফম/এমএমএ/শাপা/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম