কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলায় খাল-বিল জলাশয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই, প্রসন্নকাপ, নয়াকান্দি, কান্দিরপাড়, জায়গির, কাঠালিয়া ও চাইরার বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২৪০টি চায়না রিংজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান জানান, জব্দকৃত পুড়িয়ে ফেলা রিংজাল ও কারেন্ট জালের মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। দেশীয় প্রজাতীর মাছের প্রজনন বৃদ্ধির স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এমন অভিযান চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম।
ফম/এমএমএ/