চাঁদপুর: বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের আয়োজনে ৫১৬ টি সাব রেজিষ্ট্রী অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয় করণের দাবীতে আন্দোলন পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশিয়া রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও বিভাগীয় প্রধান সমন্বয়ক শেখ এনামুল হাসান রোমেল।
বক্তারা বলেন, আমরা যারা সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত, তাদের খাতা কলম থেকে শুরু করে বসার স্থানটা পর্যন্ত সরকারি অফিসে। অথচ আমাদের চাকরি সরকারি নয়। জাতীয়করণের দাবিতে ১৯৭৬ সাল থেকে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশরা আন্দোলন করে আসছেন। দেশে একের পর এক সরকারের পালাবদল ঘটলেও নকলনবিশদের দাবি আজও পূরণ হয়নি।
বক্তারা বলেন, আমারা কোন উৎসব পার্বনে ভাতা, বোনাস পাই না। এমনকি আমাদের নারী নকল নবীশ বোনেরা মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পায় না। এ বৈষম্য থেকে আমাদেরকে বের করে সারা বাংলাদেশের নকল নবিশদের সম্মানের সঙ্গে চাকরী জাতীয়করণ করতে হবে। ইতিমধ্যে বর্তমান সরকার আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করব অতি দ্রুত সেটি বাস্তবায়ন করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
বাংলাদেশ একট্রো-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সভাপতি সাহিদা আক্তার স্বপ্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদের (সাগর) পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন, বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের সাধারণ সম্পাদক মো. আল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. রুবেল পারভেজ, দপ্তর সম্পাদক মো. শাহাব উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী জানিয়াত হোসেন (মেহেল), চট্টগ্রাম জেলার আহ্বায়ক আব্দুল করিম, কুমিল্লা জেলার সভাপতি মো. কামাল হোসেন। এ ছাড়াও আলোচনা সভায় সংগঠনের চাঁদপুর জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
বাংলাদেশ একট্রো-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার আয়োজিত এ আলোচনা সভার সার্বিক সহযোগিতায় ছিলেন মো.আনোয়ার হোসেন খান, হাবিবুর রহমান খান, অজয় চন্দ্র, মিজানুর রহমান, মো. আল আমিন, কান্তি রঞ্জন, মো. মহিউদ্দীন, মো. ফজলুর রহমান, ফিরোজ আলম, মো. হোসেন।
ফম/এমএমএ/