শাহরাস্তিতে পাবলিক লাইব্রেরি উদ্বোধন 

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাবেক কার্যালয়কে পাবলিক লাইব্রেরিতে রূপ দিয়েছেন স্থানীয় প্রশাসন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ লাইব্রেরির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসারসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন,  উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এ লাইব্রেরির মাধ্যমে উপকৃত হবে। তরুণ প্রজন্মের যারা ডিভাইস নির্ভর তারা আসক্তি কাটিয়ে এই লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে মূল্যবান সময়কে কাজে লাগাতে পারবে।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম