
— এস ডি সুব্রত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
এক অকুতোভয় বীর যোদ্ধা
জনদরদী নির্লোভ নেতা
মুক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর
মানবতার এক জ্বলন্ত উদাহরণ
নিজেই নিজের উপমা
নির্ভীক দেশপ্রেমিক
যার সুযোগ্য নেতৃত্বে মোরা
পেয়েছিলাম লাল সবুজের পতাকা
প্রাণের প্রিয় সোনার বাংলা
বেঁচে থাকার অনুপ্রেরণা
সেতো আর কেউ না
শেখ মুজিব আমাদের চেতনা,
বাঙালির সত্তায় অনুভবে
চির ভাস্বর প্রিয় দেশনির্মাতা
শেখ মুজিব আমাদের জাতির পিতা
জন্মদিনে সশ্রদ্ধ সালাম
আমাদের প্রিয় স্বপ্নদাতা
শেখ মুজিব আমাদের প্রাণের দ্যোতনা
বাংলার মাঠে প্রান্তরে আকাশে বাতাসে
তোমার ই কন্ঠস্বর বাজে পিতা,
বঙ্গবন্ধু তুমি দেখো
তোমারই সুযোগ্য উত্তরাধিকার
হাল ধরেছে দূঃখী জনতার
শত বাধা বিঘ্ন পেরিয়ে
ধাবমান আজ স্বপ্ন দোয়ারে
তোমার প্রিয় সোনার বাংলা
মেলে ধরেছে সত্যন্যায়ের ধ্বজা,
পিতা তোমারই উত্তরসূরী
সোনার বাংলার সুযোগ্য কান্ডারি
মৃত্যুভয়ে কভু পিছু হটে না
পিতা কান পেতে শুনো
তোমার প্রিয় শ্লোগান জয়বাংলা
ধ্বনিত হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া
সোহরাওয়ার্দী থেকে টাঙ্গুয়া
লালনের ছেউরিয়া থেকে
সুরমা পাড়ে হাসনের তেঘরিয়া
মুখরিত শব্দ জয়বাংলা,
তোমার বিস্ময় জাগানিয়া অঙ্গুলিহেলনে
আজো জাগে শিরা উপশিরা
প্রেরনা পাই মোরা আজো
কোন মুক্তির আন্দোলনে
হৃদয়ের আয়নায় ভাসে
আজো তোমার দীপ্ত প্রতিচ্ছবি,
তোমার হৃদয় ছোঁয়া ভাষনে
রক্ত টগবগিয়ে উঠে
যারা দেখেনি তোমায় নতুন প্রজন্ম
তোমাকে খুঁজে পায়
সত্যান্বেষী প্রিয় ভাষনে
পিতা চোখ মেলে দেখো
তোমার রেখে যাওয়া স্বপ্ন পূরনের পথে
অনেকটা এগিয়ে বেহুলা বাংলা,
পদ্মা সেতু মেট্রোরেল কর্নফুলী টানেল
এক নতুন দেশ ডিজিটাল বাংলা
উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে
চলেছে আমার প্রিয় স্বদেশ
রক্তের বিনিময়ে অর্জিত বাংলা
লক্ষ প্রাণের দামে রচিত
বীর মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত
অগণিত শহীদের আত্মাহুতি
আমার প্রিয় মাতৃভূমি
মুজিব তোমার জন্মদিনে জানাই
হৃদয়ের বিনম্র শ্রদ্ধাঞ্জলি,
মুজিব তুমি আছ বাঙালির হৃদয়ে
আজি এই শুভদিনে
বাংলা সেজেছে অপরুপ সাজে
কোটি প্রাণের স্পন্দনে
খুশির জোয়ার বইছে
পদ্মা মেঘনা সুরমা তীরে
কোটি জনতার কন্ঠস্বর ভাসে ,
বইছে শান্তির সুশীতল ধারা
জোছনার শহরে সুরমা পাড়ে
পিতার জন্মদিনে এই শুভক্ষণে
নব আনন্দ আয়োজনে
প্রগাঢ় প্রাণের উচ্ছ্বাসে
মহা খুশির প্রাক্কালে
প্রিয় বাংলা আমার হাসে,
হাসন করিম দূর্বিন শাহের দেশে
বাউল জারি সারি ভাটিয়ালি গানে
রাধারমনের ধামাইলের সুরে
মুজিব তুমি আছো মিশে
লোকসংস্কৃতির আঁধারে
স্বপ্নের আঙিনায় লাল সূর্য উঠে
সৃষ্টি সুখের উল্লাসে
প্রিয় বাংলা আনন্দে নাচে
নদীর কলতানে ভোরের কুয়াশায়
কোটি জনতার কন্ঠস্বর বাজে
প্রকৃতির রঙে রাঙিয়ে দিতে
পিতা তোমার জন্মবার্ষিকীতে
পিতার স্বদেশ প্রত্যাবর্তন থেকে জন্মদিনে
মনোয়ার বখত মমিনুল মউজদীনের শহরে
সুরের ঐকতান জাগে
প্রাণোচ্ছ্বল মুজিবের ছবি
দীপ্যমান হয়ে ভাসে চোখে
তোমার বলিষ্ঠ সম্মোহনী নেতৃত্বে
পূর্ণতা পায় যেন স্বাধীনতা
কুশিয়ারা সুরমা চামটি পেরিয়ে
পদ্মা মেঘনা ডাকাতিয়ার বাঁকে
বইছে আনন্দের মূর্ছনা
পিতার জন্মদিনে বইছে আনন্দধারা।
লেখক: কবি ও প্রাবন্ধিক সুনামগঞ্জ।
০১৭৭২২৪৮২২৪