চাঁদপুর সাহিত্য একাডেমির প্রানবন্ত সাহিত্য আসর

চাঁদপুর:  তখন শরতের বিকেল, আকাশগাঙে সাঁতরে বেড়াচ্ছে খণ্ড খণ্ড মেঘদল। এমন বিকেলে চাঁদপুর শহরের জোড়পকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মুখরিত হয়ে ওঠে জেলার নবীন-প্রবীণ লেখক ও সাহিত্যানুরাগিদের পদচারণায়।
আগত লেখকরা একে একে তাদের স্ব-রচিত গল্প, কবিতা, প্রবন্ধ পাঠ করেন। পরে পঠিত লেখা ও কবিতা নিয়ে গঠনমুলক উন্মুক্ত আলোচনা করেন অন্যরা।

এভাবেই শনিবার (২৪ সেপ্টেম্বর )চাঁদপুর সাহিত্য একাডেমির নিয়মিত মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় শুরু হয়ে এ আড্ডা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সাহিত্য আসরে সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য একাডেমির এডহক কমিটির সদস্য সচিব লেখক ও কবি শাহাদাত হোসেন শান্ত।

এডহক কমিটির সদস্য কবি ও গল্পকার আশিক বিন রহিমের প্রাণবন্ত সঞ্চালনায় কবিতা পাঠ করেন সাহিত্য একাডেমির এডহক কমিটির সদস্য আবদুল্লাহিল কাফি, ইকবাল হোসেন পাটোয়ারি, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ ফয়সাল মৃধা।

ছোটগল্প পাঠ করেন তাফাজ্জল ইসলাম তাফু, মো. ইয়াসিন দেওয়ান। পাঠিত কবিতা ও ছোটগল্প নিয়ে আলোচনায় করেন চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের যুগ্ম সম্পাদক মো. আব্দুল গণি, মতলব সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ রবিউল ইসলাম মিজি, পিবিআই -এর পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর নজরুল গবেষনা পরিষদের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন, চাঁদপুর সাহিত্য একাডেমির এডহক কমিটির সদস্য কবি ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য : আগামি সাহিত্য আসর ২৯ অক্টোবর সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হবে।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম