চাঁদপুর মাতিয়ে গেলেন নগর বাউল জেমস

চাঁদপুর :  চাঁদপুর স্টেডিয়াম মাঠে এসএসসি-২০০০ ব্যাচের পূর্নমিলনী অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে গেলেন নগর বাউল জেমস।

সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় স্টেজে আসার পর কবিতা তুমি স্বপ্নচারী হয়ে খবর নিও না, পদ্ম পাতার জল, গুরু ঘর বানাইলা কি দিয়া, মা, দুষ্টু ছেলের দল দুষ্টু মেয়ের দল, চোখের দেখায় মনের দেখা হয়, হিন্দ গান চালচালে, আসবার কালে আসলাম একা, ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা, সুন্দরীতমা আমার, পাগলা হাওয়ার তরে, বিগিবিগি সি হে রাতে গান পরিবেশন করেন।

এছাড়া গান গেয়ে মঞ্চ মাতান ডিজে পরী, নওমি, মাহবুবসহ স্থানীয় শিল্পীরা।

চাঁদপুর স্টেডিয়াম মাঠে এসএসসি-২০০০ ব্যাচের পূর্নমিলনী অনুষ্ঠানে ভেতরে প্রবেশ টিকেট ৫০০ টাকা ও গ্যালারীর জন্য ৩০০ টাকা ধার্য করা হয়। জেমস আসার পর চাঁদপুর স্টেডিয়াম মাঠ উন্মুক্ত করে দেয় আয়োজকরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম