চাঁদপুর: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অসুস্থদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা বড়স্টেশন মাদ্রাসা রোডস্থ রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদরাসা জামে মসজিদে পৌর ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদরাসা জামে মসজিদের খতিব মাও. আবুল হাসেম আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ফম/এমএমএ/