চাঁদপুর পৌরসভার ১৫ ওয়ার্ডের পানির ট্যাংক খুলে নিল ঠিকাদার বাবলু

চাঁদপুর: পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ঠিকাদারের মাধ্যমে পানির ট্যাংক স্থাপন করা হয়। আর এই কাজটি করেন ঠিকাদার শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার ভুঁইয়া বাড়ির আক্তার চৌধুরীর ছেলে মো. সফিউদ্দিন বাবলু। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওইসব পানির ট্যাংকগুলো খুলে নেয় ঠিকাদার নিজেই।

এই বিষয়ে চাঁদপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একরামুল সিদ্দিক বরাবর লিখিত অভিযোগ করেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পুরান বাজার নিতাইগঞ্জ রোডের বাসিন্দা মো. হোসেন। অভিযোগটি পৌর কর্তৃপক্ষ গত ৮ সেপ্টেম্বর গ্রহণ করেন।

অভিযোগ থেকে জানাগেছে, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান কর্তৃপক্ষ বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষ্যে ঠিকাদারের মাধ্যমে ১৫ ওয়ার্ডে ১০০০ লিটারের  ট্যাংক স্থাপন করার জন্য ঠিকাদার নিয়োগ করেন। ওই ঠিকাদার ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. সফিউদ্দিন বাবলু। সরকার পতনের পর তিনি সুযোগ বুঝে ওইসব স্থাপন করা ট্যাংকগুলো লোহার অ্যাংগেলসহ খুলে গুনরাজদী এলাকার তার হেফাজতে নিয়ে রাখে। যার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা।

অভিযোগকারী মো. হোসেন এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পৌর প্রশাসকের নিকট অনুরোধ জানান।

এই বিষয়ে অভিযুক্ত মো. সফিউদ্দিন বাবলু বলেন, যিনি অভিযোগ করেছেন তা সঠিক নয়। আমরা পৌরসভার ৫টি স্থানে ট্যাংক বসিয়েছি। গত ৫ আগস্টের পরে যখন দেশের পরিস্থিতি খারাপ ছিলো তখন এগুলো লোকজন নষ্ট করে দেয়। খোঁজ নিয়ে দুটি পেয়েছি, তাও নষ্ট অবস্থায়। আমি এগুরো আমার বাড়িতে নেইনি। পৌরসভা থেকেও আমাকে এই বিষয়ে জানানো হয়েছে।

এই বিষয়ে বক্তব্যের জন্য চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভুঁইয়াকে ফোন করা হয়। তিনি মিটিং ব্যাস্ত আছেন বলে ফোন কেটে দেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম