চাঁদপুরে বিদ্যাদেবী স্বরসতী পূজা উদযাপন

চাঁদপুর : অতিমারির কারণে গত দু’বছর সীমিত পরিসরে উদযাপন করা হয় সরস্বতী পূজা। প্রেক্ষাপট এবার ভিন্ন হওয়ায় সারাদেশের ন্যায় চাঁদপুরেও একহাতে বীণা ও অন্য হাতে পুস্তক, চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে পূজা করছেন ভক্তরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লার মন্ডপে মন্ডপে বিদ্যাদেবী স্বরসতী পূজার আয়োজন করা হয়। আবার অনেকে নিজ বাড়ীতেও পুজার আয়োজন করে।

করোনা প্রাদুর্ভাবের পরে এমন আয়োজন করতে পেরে হিন্দু ধর্মাবলম্বীর ভক্তরা খুশি। এই পুজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখাগেছে।

এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপন করতেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ তৎপরতা লক্ষ্য করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম