চাঁদপুর: চাঁদপুরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।
শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর জেলা জজ আদালত চত্বরে বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক, চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট রণজিৎ রায় চৌধুরী, জিপি এডভোকেট আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তরুন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়াসহ কার্যকরী কমিটির সদস্যসহ বিচার বিভাগের অন্যান্য বিচারকগন।
এর আগে বিচারপতি চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা দায়রা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির নেতারা তাকে ফুল দিয়ে বরণ করেন।
ন্যায়কুঞ্জ ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপতি বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে মোকদ্দমা নিস্পত্তিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা জজ আদালতের বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/চৌইই/