চাঁদপুর: চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় জেলেদের কাছ থেকে জব্দ মাছ ধরার নৌকা দুটি ধাপে বিক্রি উন্মুক্ত নিলামের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী কোস্টগার্ড স্টেশন চাঁদপুরে দ্বিতীয় ধাপে উন্মুক্ত নিলাম পরিচালিত হয়। এতে জাটকা সংরক্ষণ অভিযানে ও মোবাইল কোর্টে জব্দকৃত ৭ টি মাছ ধরার নৌকা ও ১ টি স্টিলবডি নৌকা উম্মুক্ত নিলামে (২য় ধাপ) বিক্রয় করা হয়। নিলাম মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা, ভ্যাট বাবদ ১৩ হাজার ৩৬৫ টাকা ও আয়কর বাবদ ৫ হাজার ৩৪৬ টাকা অর্থাৎ মোট ১ লাখ ৯৬ হাজার ৯১১-টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়।
ইতোপূর্বে ১ ম ধাপের নিলামে ভ্যাট আইটিসহ ১৩ লাখ ৩৬ হাজার ৩৮৭ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছিল। সুতরাং মার্চ-এপ্রিল অভয়াশ্রম সময়ে জব্দকৃত সকল নৌকা ও উপকরণ উন্মুক্ত নিলামে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ২৯৮ টাকা (ভ্যাট ওআইটিসহ) আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
উন্মুক্ত নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেনসিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন, চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম, সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, মৎস্যজীবী নেতারা ও নিলামে অংশগ্রহণকারী জেলেরা।
ফম/এমএমএ/