চাঁদপুরে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে রাতের বেলায় গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে মিজান বেপারী (৫৩) নামে দিনমজুরের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) দিনগত রাতে ওই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে চাঁদপর সদর মডেল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিজান বেপারী ওই বাড়ীর মৃত আবদুল গনি বেপারীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

চান্দ্রা ইউপি সদস্য আব্দুল কুদ্দুস পিন্টু জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী ও থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। বাড়ির লোকজন আমাকে জানিয়েছেন তিনি রাতে ঘরের পাশের গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মুহসীন আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার এবং ঘটনাটি তদন্ত করেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই ব্যাক্তি গাছ থেকে পড়েই মৃত্যুবরণ করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়াগেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম