চাঁদপুর: চাঁদপুর শহরের মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়কের তালতলা এলাকার জননী কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ লাখ মিটার নুতন কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল আনুমানিক ৪ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট শামস সাদিকীন নির্নয় এর নেতৃত্বে শহরের তালতলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জননী কুরিয়ার সার্ভিস নামক প্রতিষ্ঠানের অফিসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ মিটার নতুন কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপিস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল।
তিনি আরও বলেন, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
- ফম/এমএমএ/
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ লাখ মিটার কারেন্টজাল জব্দ