চাঁদপুরে আড়ত থেকে ১১২ মণ জাটকা জব্দ

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ত এলাকা থেকে ৪ হাজার ৫০০ কেজি (১১২.৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড টহল দল। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হক এর নেতৃত্বে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ এলাকায় একাটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছের আড়ৎ তল্লাশি করে মোট ৪ হাজার ৫০০ কেজি (১১২.৫ মণ) জাটকা জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ২৫ টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, বেচা-কেনা, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম