চট্টগ্রামগামী ট্রেন থেকে ৩২ মণ জাটকা জব্দ

চাঁদপুর : চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকায় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে ১ হাজার ৩শ’ কেজি (৩২.৫মণ) জাটকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস কর্তৃক শহরের কালিবাড়ি কোর্ট রেল স্টেশন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগীতে তল্লাশি করে ১৩০০ কেজি (৩২.৫ মন) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম