কচুয়া (চাঁদপুর): মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় মূল্যে ও খাবার সামগ্রী মানম্মতভাবে উৎপাদন, বিক্রি মনিটারিং করার লক্ষে কচুয়া পৌর কাজারে ভ্রামম্যান আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) ভ্রামম্যান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মো.নাজমুল হাসান।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে জনতা হোটেল এন্ড রেস্টুরেন্ট ৫হাজার,রুপসী বাংলা হোটেল ১০ হাজার, মুদি ব্যবসায়ীকে ১ হাজার ও ন্যাশনাল ফার্মেসি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বামী অফিসার জানান, রমজান মাসে নিত্য প্রয়জোনীয় দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/