কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় নবীন বরণ

নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএস‌এম ফখরুদ্দিন।
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের শ্রেনীর শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১১ আগস্ট ) মাদ্রাসার মিলনায়তনে  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দিনের সভাপ্রধানে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ ও ছবক দেওয়া হয়।
মাদ্রাসার শিক্ষক  মাওলানা নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা আ.ন.ম ইউসুফ, আরবি প্রভাষক নুর আহমদ আজাদ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন, আরবি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
পরে মাদ্রাসা আলিম ও ফাজিল শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, শায়খুল হাদিস মাওলানা নুরুজ্জামান।
এ সময় মাদ্রাসার গভর্নিং বোর্ডের সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম