এম এ খান জুয়েল ফেবোয়াব নির্বাচনের প্রধান সমন্বয়ক নির্বাচিত

চাঁদপুর: ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ফেবোয়াব) নির্বাচন ২০২৪ এর নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের এম এ খান জুয়েল।

বাংলাদেশ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স এসোসিয়েশন নির্বাচন উপলক্ষে মতবিনিয়ম সভায় সভায় সকলের সম্মতিক্রমে এম এ খান জুয়েলকে ইলেকশান কমিটির প্রধান সমন্বয়ক নির্বাচিত করা হয়।

এম এ খান জুয়েল ফেবোয়ার সদস্য, দায়িত্ব পেয়ে এম এ খান জুয়েল সঠিক ভাবে নির্বাচন সম্পূর্ন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। এম এ খান জুয়েল বলেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো শতভাগ, আমি এটা একটি অরাজনীতিক ব্যবসায়ীক সংগঠন এ নির্বাচন সম্পূর্ন্ন নিরপেক্ষ করা হবে শতভাগ।

এম এ খান জুয়েল এইটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠাতা ও সভাপতি তোফায়েল আহমেদ খান ফাউন্ডেশন, কুমারডুগী, চাঁদপুর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ উদ্দিন আহমেদ ফাউন্ডেশন বরুড়া, কুমিল্লা। সদস্য, বিজিএমইএ, বাংলাদেশ ফায়ার ফাইটিং বিজনেস ওনার এসোসিয়েশন সদস্য, মেম্বার অফ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও কেন্দ্রীয় সদস্য, এসএসসি’১৯৮৬ বাংলাদেশ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম