উত্তর আধারা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মতবিনিময়

এক লাখ টাকা অনুদান দিলেন এম ইসফাক আহসান

মতলব উত্তর (চাঁদপুর): মতলব দক্ষিণ উপজেলার উত্তর আধারা নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডি-এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহমেদ মিয়াজী। সভা পরিচালনা করেন আড্ডা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম নাজির আহমেদ। আরো বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির পরিচালক মোফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশটি বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে। এই উন্নয়নের ধারা ব্যাহত করতে জামাত বিএনপি উঠে পড়ে লেগেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্র আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আর এই সব বাধাবিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।

তিনি আরো বলেন, মসজিদ মাদ্রাসা হল দ্বিনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সেবায় আমি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। আজকে এই উত্তর আধারা মাদ্রাসায় আসলাম। আমি সবসময় এই মাদ্রাসার উন্নয়নে আপনাদের পাশে থাকবো। সবার কাছে দোয়া চান এবং মাদ্রাসা উন্নয়নে এক লাখ টাকা অনুদান দেন এম ইসফাক আহসান।

আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন পাটোয়ারী, মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেকুজ্জামান সাব্বির, মতলব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম