আল আমিন একাডেমি এলামনাইয়ের আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের এলামনাইয়ের আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাডেমি প্রাঙ্গনে মনোরম পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে শ্রোতা হিসেবে নবী প্রেমিদের উপস্থিতি ছিলে নজর কাড়া। সকলেই প্রাণ ভরে উপভোগ করেন প্রিয় নবীর শানে পরিবেশিত ইসলামী সংগীত।

প্রাণবন্ত উপস্থাপনায় জাতীয় সংগীত এবং প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একাডেমির কিংবদন্তী প্রাক্তন অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন।

একাডেমির প্রাক্তন ও বর্তমান ছাত্র-শিক্ষকের উপস্থিতিতে মনোমুগ্ধকর অনুষ্ঠান উপহার দেয় সকলের প্রিয় মোহনা ও নবারুণ শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন সংগীত ও কবিতা আবৃত্তি করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম