হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিদর্শনে মার্কিন কংগ্রেস ম্যান ড. জামাল

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন মার্কিন কংগ্রেস ম্যান ড. জামাল এন্টনি বৌমেন (ইডি.ডি.সিনিয়র এডভাইজর,স্কালারপাস)।

সোমবার (১৩ অক্টোবর) সকালে তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভির্নিং বডির সভাপতি অতিরিক্ত সচিব (অব.) মোঃ জামাল হোসেন মজুমদারের পৃষ্ঠপোষকতায় ও ওনার ছোট ভাই আমেরিকান প্রবাসী মোঃ দুলাল. হোসেন মুজুমদারের সহযোগিতায় এ সফর সম্পন্ন হয়।

সভায় ড. বৌমেন তাঁর আগমনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় তিনি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আন্তরিকতার সহিত সকল প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে কলেজর অধ্যক্ষ মুহাম্মদ মুয্যাম্মেল হুসাইন,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), উপাধ্যক্ষ মো: আনোয়ার উল্ল্যাসহ অন্যান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইংরেজি বিভাগের প্রভাষক আতিকুর রহমানের সঞ্চালনায় ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠান শেষে কলেজ মাঠে গ্রুপ ফটোশেসন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

উল্লেখ্য ড. জামাল বৌমেনের এটি দক্ষিণ এশিয়ায় প্রথম সফর। তাঁর সফরের উদ্দেশ্য ছিল শিক্ষার মানোন্নয়ন,অবকাঠোমোগত উন্নয়ন ও শিক্ষা বৃত্তি প্রদান।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম