কচুয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

কচুয়া ( চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৯টি অসহায় পরিবারের মাঝে বসতঘর নির্মাণ ও পুনঃনির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষে ঢেউটিন ও চেক বিতরণ প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ আতাউল করিম প্রমুখ।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম