গণসংযোগে ভোটারদের ভালোবাসায় সিক্ত শেখ ফরিদ আহমেদ মানিক

তরপুরচন্ডী ইউনিয়নে ধানের শীষের ঢেউ

গণসংযোগকালে ভোটারদের সাথে কথা বলছেন সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ধানের শীষের পক্ষে এক মহাযাত্রার মতো গণসংযোগ করে এলাকাবাসীর দৃষ্টি কাড়লেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ আহমেদ মানিক।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় নিয়ে বুধবার (১৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের গুরুত্বপূর্ণ অঞ্চলজুড়ে এই গণসংযোগ করেন তিনি।
খন্দকার বাড়ি মোড় থেকে শুরু হওয়া পথযাত্রা মুহূর্তেই রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে। গাজী বাড়ি, সর্দার বাড়ি, চাঁন গাজী বাড়ি, খান বাড়ি, বন্ধুকসী বাড়ি ও জিলম গাজী বাড়িসহ বিভিন্ন গ্রাম পরিণত হয় মানুষের ঢল, স্লোগান আর উচ্ছ্বাসের পদধ্বনিতে। নারী–পুরুষ, তরুণ–বৃদ্ধ সবাই ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো তরপুরচন্ডী ইউনিয়ন।
গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনাদের ভালোবাসা আমাকে নতুন শক্তি দিয়েছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ দিলে আপনাদের ঘরে ঘরে উন্নয়ন, সেবা ও অধিকার পৌঁছে দেওয়া হবে। বয়স্ক ভাতা, ভিজিডি, বন্যাকালীন সহায়তাসহ সব সরকারি সুবিধা সহজে প্রাপ্তি নিশ্চিত করবো।”
তিনি আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড। নারীদের নামে দেওয়া এই কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য ক্রয় করা যাবে কম দামে—যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য হবে আশীর্বাদ।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সদস্য কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, অ্যাড. আলম খান মঞ্জু, তরপুরচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সর্দার রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন মিয়াজী, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, তরপুরচন্ডী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আইয়ুব আলী খন্দকার, সাধারণ সম্পাদক শাহাদাত মিজিসহ তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা–কর্মীর উপস্থিতি এলাকাজুড়ে সৃষ্টি করে চাঙা রাজনৈতিক আবহ।
স্থানীয়রা জানান, এই ইউনিয়নে এবার অন্য কোনো প্রতীক টিকবে না। ধানের শীষের পক্ষে যেভাবে মানুষ এক হচ্ছে, তাতে শেখ ফরিদ আহমেদ মানিকের জয় একপ্রকার নিশ্চিত।”
দিনব্যাপী এই গণসংযোগ তরপুরচন্ডী ইউনিয়নে সৃষ্টি করে নির্বাচনী উত্তাপ, আশা এবং পরিবর্তনের অঙ্গীকারের নতুন আলো।
ফম/এমএমএ/

এসএম সোহেল | ফোকাস মোহনা.কম