হাসপাতালের দালাল সন্দেহে ডায়াগনস্টিকের মালিক মহসীন আটক

চাঁদপুর:  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা স্থানীয় প্যাথলজির দালাল সন্দেহে তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক মহসীন পাটোয়ারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হাসপাতালের নিচ তলায় ১১৪ নম্বর পক্ষের ভিতর থেকে দালাল সন্দেহে মহসিন পাটোয়ারীকে ধরে ফেলে।

এ সময় মহসিন পাটোয়ারী জানায়, তার বন্ধুকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়। পরে ছাত্ররা দালাল সন্দেহে তাকে ধরেছে।

এই ঘটনাটি জেলা প্রশাসককে অবগত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান হাসপাতালে এসে আটক মহসিনকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে দোষ স্বীকার না করার কারণে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে মহসিনকে সোপর্দ করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, মহসিন পাটোয়ারী নিজেকে রাজনৈতিক দলের নেতা দাবী করে হাসপাতালের সামনে তাকোয়া নামের প্যাথলজির অংশীদার হয়ে সে হাসপাতালে দালালি করে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে থাকে। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।

সর্বশেষ দুপুরে হাসপাতালের নিচতলায় ১১৪ নম্বর কক্ষে দায়িত্বে থাকা চিকিৎসক মিজানুর রহমানের কাছে গিয়ে দীর্ঘ সময় দালাল মহসিন বসে আলাপচারিতায় মেতে উঠে। এ সময় বাহিরে অসংখ্য রোগী দাঁড়িয়ে থাকার কারণে তাদের অভিযোগে প্রেক্ষিতে ভিতর থেকে মহসিনকে ধরে আনা হয়।

বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়।

পরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার নির্দেশে এএসআই কামাল সঙ্গীয় সদস্যদের নিয়ে হাসপাতাল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। সব শেষে আটক মহসীন পাটোয়ারীকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হবে বলে অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া নিশ্চিত করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম