হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের উদ্বোধন

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে ফিতা কেটে মুক্তিযোদ্ধাদের কার্যালয়টির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান প্রমুখ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও মফিজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সুলতান আহমেদ।
এসময় বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, আমির হোসেন প্রধানীয়া, বশির আহমেদ মজুমদার, সৈয়দ আহম্মদ ও আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় না থাকায় দীর্ঘদিন বীরমুক্তিযোদ্ধাগণ বিভিন্ন স্থানে এবং যখন যেখানে সুযোগ হয়েছে অস্থায়ীভাবে অফিসিয়ালি কার্যক্রম পরিচালনা করেছেন।
অবশেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সার্বিক সহযোগিতায় পৌরসভা কার্যালয়ের পাশে পৌরসভার একটি ভবনে মুক্তিযোদ্ধা কার্যালয়ের ব্যবস্থা করা হয়েছে। যা আজ (বুধবার) উদ্বোধন করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম