সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাক্ষণ করে চাঁদপুরে চিকিৎসকদের মানববন্ধন

চাঁদপুর: জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় চাঁদপুরে জেলা হেলথ কেয়ার এসাশিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সম্মুখে চিকিৎসকগণ মানবন্ধন কর্মসূচি পালন করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ চৌধুরী, চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল, মীর মো. মুক্তাকিম হায়দার ও আজিজ মিয়া, সাইফুল ইসলাম পাটওয়ারীসহ অন্যান্য চিকিৎসকগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

চিকিৎসকরা বলেন, ২৬ টি ক্যাডারের মধ্যে নির্দিষ্ট একটি ক্যাডার বিগত ফ্যাসিস্ট সরকারকে সাড়ে ১৬ বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে। তারা আবার মাথাচাড়া দিয়ে উঠে অন্যান্য যে ক্যাডার গুলো রয়েছে সেগুলোর উপর কর্তৃত্ব করার পরিকল্পনা গ্রহণ করছে। আমাদের দাবি হল, যে যে ক্যাডারার আছে সেই সেই ক্যাডার তাদের সম্পূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করবে। শিক্ষা ক্যাডার শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে, স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্য বিভাগ পরিচালনা করবে। তাইলে মন্ত্রণালয় ভাল চলবে, কারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষার ক্ষেত্রে দক্ষ, কারিগরি বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ। এজন্য দেশ ও জাতির স্বার্থে দক্ষ ক্যাডারদের দিয়ে স্ব-স্ব মন্ত্রণালয় পরিচালনার দাবি জানান তারা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম