শাহরাস্তি রাগৈ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও মিলন মেলা

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রাগৈ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপি এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। মনে রাখবে ভালো করে পড়াশোনা না করলে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেনা। এতে তোমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে এবং অভিভাবকগণ তোমাদের নিয়ে যে স্বপ্ন দেখেন তা ভঙ্গ হবে।

তিনি বলেন, আমরা দেশকে স্বাধীন করেছি আমাদের পরিবার ও পড়শীসহ তোমরা যেন ভালোভাবে জীবন যাপন করতে পার।

মেজর বলেন, আমি প্রধানন্ত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের সমর্থন নিয়ে শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকায় প্রচুর উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। আপনাদের সমর্থন পেলে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করতে পারব।

জেলার ঐতিহ্যবাহী রাগৈ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি আড়ম্বরপূর্ণ সুবর্ণজয়ন্তী এবং মিলন মেলার আয়োজন করা হয়।

দীর্ঘদির বিদ্যালয়ে এমন আয়োজন হওয়ায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ছিল। পুরনো এবং নতুনদেন নিয়ে শুরু হয় এক মিলন মেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডেন চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, স্বাধিনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম