চাঁদপুর: জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন চাঁদপুর সরকারি কলেজের চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের (চাঁসকনাম) আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্তবরণ উৎসব-১৪৩০।
দেশীয় সাজে সজ্জিত শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে কলেজের শহিদ রাজু ভবনের পাদদেশে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১:০০টায় শুরু বসন্তবরণ অনুষ্ঠান। উৎসবমূখর পরিবেশের বসন্তবরণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
আহা আজি এই বসন্তে, ওরে গৃহবাসী, আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত এসে গেছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত প্রভৃতি গান, কবিতা এবং নেচে গেয়ে সম্পূর্ণ অনুষ্ঠানস্থলকে মাতিয়ে রেখেছে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের শিক্ষার্থীবৃন্দ। কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল হোসেন এবং সম্পাদক মোঃ সাইফ হোসাইন প্রাণচঞ্চল বসন্তবরণ অনুষ্ঠান আয়োজন করায় অধ্যক্ষ মহোদয়সহ শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে অধ্যক্ষ মহোদয়ের দিক-নির্দেশনায় আরো বড় পরিসরে চাঁদপুর সরকারি কলেজে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীরা নাচ, গান এবং কবিতার মাধ্যমে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অর্পণা, জয় দেবনাথ, চন্দ্রিমা, হৃদিকা বিশ্বাস রিয়া, রাহুল মণ্ডল, ঐশি ও মাসুক। নৃত্য পরিবেশন করেন পিপল দাস, লিখন, বিশ্বজিৎ দেবনাথ, ত্রিতম ভৌমিক, মৃত্তিকা বিশ্বাস রাধিকা, চৈতি শীল, মরিয়ম মাহি, হৃদিকা বিশ্বাস রিয়া, আফসানা, মারিয়া, প্রীতি, সূচনা, শ্রাবন্তি, সুমাইয়া, তন্নি, ইকরা ও জান্নাত। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সিয়াম খান ও হৃদিকা বিশ্বাস রিয়া।
ফম/এমএমএ/