চাঁদপুর: জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ৮ সেপ্টেম্বর ঢাকা তেজগাও সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় চাঁদপুর জেলা থেকে আবৃত্তি, ছড়াগান, চিত্রাংকন, লোকনৃত্য, সাধারণ নৃত্য, একক অভিনয়, বঙ্গবন্ধুর গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীতে ৭৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। তন্মধ্যে চূড়ান্ত পর্বে ৭ জন প্রতিযোগী বিজয়ী হয়।
বিজয়ীরা হলেন, ক গ্রুপে একক অভিনয়ে জাওয়াতা জারীন সুবাহ ২য় স্থান, কবিতা আবৃত্তিতে গ গ্রুপে জান্নাতুল মাঈশা ৩য় স্থান, রবীন্দ্র সংগীত খ গ্রুপে দীপা রায় চৈতী ২য় স্থান, নজরুল সংগীত ক গ্রুপে সুভদ্রা চক্রবর্তী, ৩য় স্থান, নজরুল সংগীত খ গ্রুপে দীপা রায় চৈতী ১ম স্থান, নজরুল সংগীত গ গ্রুপে সাফানা নামরীন মেধা ৩য় স্থান, নজরুল সংগীত ঘ গ্রুপে অর্পিতা দাশ ২য় স্থান, বঙ্গবন্ধুকে নিয়ে গান ক গ্রুপে সুভদ্রা চক্রবর্তী ৩য় স্থান, সাধারণ নৃত্য গ গ্রুপে সুরঞ্জনা দত্ত কুহু ২য় স্থান অধিকার করেছেন।
বিজয়ী সকল প্রতিযোগিদের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরণ ও সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য: আগামী ৩০ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/