বঙ্গবন্ধুকে নিয়ে ১০ ভাষায় গাইলেন নচিকেতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১০টি ভাষায় গান গেয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী ও সংগীত পরিচালক নচিকেতা চক্রবর্তী। ‘ভোরের সূর্য’ শিরোনামের গানটি হয়েছে হাজং, গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরি, সাঁওতাল, কোচ, কুডুখ ও সাদ্রী ভাষায়।

লিখেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বিরিশিরি, নেত্রকোনার পরিচালক সুজন হাজং। এর আগে তিনি সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পীকে দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আরেকটি গান করেছিলেন।

সুজন বলেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কয়েকটি ভাষা এখন বিলুপ্তির পথে। এসব বিপন্ন ভাষাকে বাঁচিয়ে রাখতেই গানটি তৈরির পরিকল্পনা করি। এর মাধ্যমে একদিকে যেমন জাতির পিতাকে সম্মান ও শ্রদ্ধা জানানো হবে তেমনি ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষাকেও সম্মান জানানো হবে।

সুজন জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ‘ভোরের সূর্য’ শিরোনামের গানটির সুর করেছেন যাদু রিছিল, সংগীতায়োজনে মুশফিক লিটু।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম