ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় গাছকাটা শ্রমিকের মৃত্যু

চাঁদপুর : চাঁদপুরে ফরিদগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় মটর সাইকেলে থাকা খোকন গাজী (৪৫) নামের এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরতর আহত হয়েছেন মটর সাইকেলে থাকা অপর আরোহী জলিল মিজি (৪২)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামের হাঁসা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত খোকন গাজী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের গাজী বাড়ীর মানিক গাজীর ছেলে।

নিহত খোকনের শ্বশুর পাশবর্তী বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম তপাদার জানান, নিহত খোকন গাজী তার মেয়ের জামাতা। সে বিভিন্ন গ্রামে গাছ কাটার কাজ করতেন। আজ তার জামাতা খোকন ও আহত জলিল মিজির একটি গাছ কাটার কাজ করতে যান। সেখান থেকে মোটরসাইকেলে করে দুইজনে একসাথে ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে অন্য একটি গাছ দেখতে যান। ওই সময় ঘটনাস্থলে আসলে দুর্ঘটনার কবলে পড়েন।

হাঁসা এলাকার বাসিন্দা আব্দুল কাদির ও কাউছার জানান, নিহত খোকন ও অপরব্যাক্তি একই মটরসাইকেলে করে হাঁসা গ্রাম থেকে কাজের স্থানে ফিরছিলেন। তাদের মটর সাইকেলটি হাঁসা মাদ্রাসার সামনে গেলে হঠাৎ পেছন থেকে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা মেরে চলে যায়। এতে ওই মটর সাইকেলটি ট্রাকের নিচে চলে গিয়ে দুজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদরেকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকন গাজীকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা আহত জলিল মিজিকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয়ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানা নিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আমরা মৃত ব্যাক্তির সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এখনো তার সঠিক খবর জানতে পারিনি। খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম