চাঁদপুর: বাংলাদেশ নির্বাচন কমিশন এর নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম, বার।
রবিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার চাঁদপুরে এসে পৌঁছলে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানান এসপি।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসানসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে নির্বাচন কমিশনার চাঁদপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেন।
ফম/এমএমএ/