জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অপরাজিত গ্রুপ চাঁদপুর

চাঁদপুর: পটুয়াখালীতে ৪১ তম  জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২-২৩ ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো চাঁদপুর জেলা ক্রিকেট দল। আর এ চ্যাম্পিয়ন হওয়ার ফলে টায়ার ওয়ানে উঠলো চাঁদপুর জেলা ক্রিকেট দল।

শুক্রবার ( ১৭ মার্চ )  অনুষ্ঠিত পটুয়াখালী  কাজী আবুল কাশেম স্টেডিয়ামে খাগড়াছড়িকে ৫ উইকেটে হারিয়ে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

চাঁদপুরের দলটি এর আগে ১১ মার্চ জামালপুরকে ১০১ রানে ও ১৩ মার্চ মানিকগঞ্জের সাথে ৪ উইকেটে জয়লাভ করেন।

চাঁদপুর জেলা ক্রিকেট দল সুত্রে জানা যায় শুক্রবার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খাগড়াছড়ি।

খাগড়াছড়ি নিধারিত ৫০ ওভারের মধ্যে মাত্র ২৩ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ৯৩ রান করেন। বল  হাতে চাঁদপুরের পক্ষে ফাহাদ ৩ ও তানভীর ৩ টি করে উইকেট নেন।

চাঁদপুর জেলা দল ৯৪ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।  তারা ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান। চাঁদপুরের পক্ষে দলীয় অধিনায়ক সাদ্দাম হোসেন ৪৮ বলে ৪৩ রান করেন।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তারা হলেন- সাদ্দাম হোসেন (অধিনায়ক), ফজলে রাব্বি (সহ-অধিনায়ক),হানিফ ডালি  হীরা, মাসুদ মোল্লা, জিসান, তোফায়েল মাল, সাইফুদ্দিন বাবু, তনময় পাঠান, আল রাহাত সাকিব, ওমর শরীফ রিয়াদ ,ফাহাদ হোসেন, সিহাদ, রাফি, তোফায়েল ও রবিন সরকার।
কোচ : মোশাররফ বাবু
ম্যানেজার : রাসেল
ট্রেইনার : সাইফ সোহাগ

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম