মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন, জনমানুষের উন্নয়নে ধানের শীষ প্রতীক বিজয়ের বিকল্প নেই। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে জনগণ শান্তিতে থাকবে। তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিজয় সুনিশ্চিত করি। শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ড. জালাল উদ্দিন এক মনোনয়ন প্রত্যাশীকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কোন কর্মসূচি দিলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বেইমানি করা হয়। তাই সামনে আর এসব করবেন না। আমি শান্তিপ্রিয় মানুষ, আসুন সকলে মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করি এবং তারেক রহমানকে চাঁদপুর-২ আসনটি উপহার দেই।
চাঁদপুর-২ থেকে মনোনয়ন প্রত্যাশী অনুষ্ঠানের প্রধান বক্তা চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডাঃ শামীম আহমেদ।
মনোনয়ন প্রত্যাশী অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু ও মনোনয়ন প্রত্যাশী অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল ড. জালাল উদ্দিনকে সমর্থন করে বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
তারেক রহমান জালাল ভাইকে মনোনয়ন দিয়েছেন, আমরা খুশি। দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ কোন কর্মসূচি করে তাহলে তিনি দলের নির্দেশ অমান্য করা হয়। তাই আমরা আশা করব সকল মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীক বিজয় নিশ্চিত করি।
ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের জনস্রোত সৃষ্টি হয়।
ফম/এমএমএ/

