মতলবে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী ৯ জানুয়ারি

মতলব উত্তর (চাঁদপুর): মতলবে এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী আসছে ৯ই জানুয়ারি। আগামি ৯ জানুয়ারি শুক্রবার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন মোহনপুর পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে মতলব উপজেলাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব।
এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক আলোচনা সভা।ওই সভায় দিকনির্দেশকমুলক বক্তব্য রাখেন সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
ওই সভায় সর্বসম্মতিক্রমে নিম্নের সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়েছে: অনুষ্ঠানে ‘৯৫ বন্ধু ও ফ্যামিলি উন্মুক্ত, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা (খাসির কাচ্চি+মুরগির ফ্রাই +কোলড্রিংস +পানি +শীতের পিঠা) এবং লালন সংগীতসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর “সংগীত সন্ধ্যা”।
ওই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন ফি ১ হাজার  টাকা (জনপ্রতি) এবং রেজিস্ট্রেশন শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৫। প্রত্যেক স্কুলের ছবি ও এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ম্যাগাজিন তৈরি করা হবে। এছাড়াও থাকছে কমন টি-শার্ট সকল বন্ধুদের জন্য।
ফম7এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম