চাঁদা তোলা নৌ পুলিশের স্পিড বোর্ড চালক কুদ্দুস আটক

চাঁদপুর : চাঁদপুরের পদ্মা মেঘনায় অসহায় জেলেদেরকে নৌ পুলিশের ভয় ভীতি দেখিয়ে প্রতিনিয়ত মোটা অংকের চাঁদা তোলা (চিহ্নিত চাঁদাবাজ) যুবলীগ নেতা কুদ্দুস গাজীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শহরের ৩ নং কয়লা ঘাট এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ। চাঁদাবাজ কুদ্দুস শহরে ৩ নং কয়লাঘাট এলাকার দুলাল গাজীর ছেলে।

জানা যায়, ফ্যাসিষ্ট সরকারের আমল থেকে নৌ পুলিশের স্পীডবোর্ড চালক কুদ্দুস গাজী দীর্ঘদিন যাবত পদ্মা মেঘনায় অসহায় জেলেদের কাছ থেকে নৌ পুলিশের ভয়ভীতি দেখিয়ে ও জাল নৌকা জব্দের হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলো। সম্প্রতি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর হাইমচর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে জেলেদের সাথে মতবিনিময় করেন। জেলেরা অভিযোগ করেন বৈধ জাল নদীতে ফেললেও চাঁদা দিতে হয় নৌ পুলিশের ড্রাইভার কুদ্দুস গাজী ও চরাঞ্চলের সোর্স জাহাঙ্গীরকে।শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য মডেল থানা পুলিশকে অবহিত করলে মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা পেয়ে কুদ্দুস গাজীকে শুক্রবার রাতে আটক করে। আটক কুদ্দুস গাজী ফ্যাসিষ্ট যুবলীগের কর্মী।

এদিকে কুদ্দুস গাজী আটক হওয়ার খবরে জেলে পল্লীতে আনন্দের বন্যা বইছে। এ খুশিতে জেলেরা মিষ্টি বিতরণ করেছে। জেলে আব্দুস সালাম জানায়, মানিক ভাই কথা রেখেছে। এই চাঁদাবাজার হাত থেকে আমাদের রক্ষা করেছে। জেলেরা মডেল থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। তাকে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, কুদ্দুস গাজী নামে একজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম