মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বাংলা বাজার বেরীবাঁধ হয়ে, আনোয়ারপুর, হরিণা, নিশ্চিন্তপুর, আবুরকান্দি, ঘনিয়ারপাড়, ছেংগারচর ও পরে সুগন্ধী গ্রামে এসে শেষ হয়। সুগন্ধী গ্রামে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিষ্টার ওবাইদুর রহমান টিপুর বাড়িতে কৃষক দল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির এমপি প্রার্থী ড. জালাল উদ্দিন। এসময় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ড. জালাল উদ্দিনের সহধর্মীনি ইঞ্জি. শাহনাজ শারমিন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।
ফম/আরাফাত/এমএমএ/

