চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুন ও মৈশাদী ইউনিয়নের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের গণসংযোগ করলেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর ইউনিয়নের তেরিচপুল থেকে শুরু করে বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট চান।
গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন। আপনাদেরকে বয়স্ক ভাতারসহ সকল প্রকার সহযোগিতার ব্যবস্থা করে দেয়া হবে।
তিনি আরো বলেন, তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্য কম দামে পাওয়া যাবে।
বিকেল ৩টায় মৈশাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষের ভোট চান তিনি।
গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মৎসবীজী দলের মো. মোস্তফা কামাল, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারী, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাশার, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ লক্ষ্মীপুর ও মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন পুরো লক্ষ্মীপুর ও মৈশাদী ইউনিয়নজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, তারা আন্দোলন ও আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
ফম/এমএমএ/

