চাঁদপুর: দীর্ঘদিনের পরে চাঁদপুর শহরের পালবাজারে বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই বাজার তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, আজ জেলার সদরের পাল বাজারে তদারকি করা হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে দ্রব্যমূল্য, পণ্য সরবরাহ, মজুদ ইত্যাদি বিষয়ে কথা বলা হয়। ক্রয় বিক্রয়ে ভাউচার সংরক্ষণ করার জন্য জোরালোভাবে বলা হয়েছে। পণ্যের সরবরাহ ও মজুদ স্থিতিশীল রয়েছে।মূল্য তালিকা প্রদর্শনের জন্য তাগিদ দেয়া হয়েছে।
সহযোগিতায় মার্কেটিং অফিসার মাসুদ রানা, স্কাউট অফিসার পূরবী সরকার ও তার টিম , রেড ক্রিসেন্ট এর সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা।
ফম/এমএমএ/