চাঁদপুর আদালত চত্বরে পরিছন্নতা কার্যক্রমে অংশ নেন মুনতাসির আহমেদ

চাঁদপুর আদালত চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশ নেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

চাঁদপুর আদালত চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যকর্মে অংশ নেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ সহ অনান্য বিচারকগন।

মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ কাযক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটরা।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ বলেন, নিজেদের অঙ্গন নিজেরাই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। আদালত চত্বরে আমাদের এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। এখন থেকে যারাই আমরা আদালতে আসবো সেবা নিতে ও দিতে সকলেই একটি নিদিষ্ট স্থানে আমরা ময়লা আবর্জনা ফেলব।

বিচারকের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হাসান চৌধুরী, বেগম ফারজানা তাবাসসুম মেরী, মিথিলা রানী দাস, আব্দুল মান্নান, মো: আরিফুর রহমান।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম