চাঁদপুরে মৎস্যজীবী লীগ নেতাদের জেলা আ.লীগ সম্পাদক এর সাথে সৌজন্যে সাক্ষাৎ

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার কুতুবী চাঁদপুরে আসলে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল এর বাসায় সৌজন্যে সাক্ষাৎ করেন।

সোমবার (২৯ মে) সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল এর বাসায় মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদার, মিজান পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি অমর আলী প্রধান, হাইমচর উপজেলা মৎস্য জীবী লীগের যুগ্ম আহব্বায়ক মোক্তার আহমেদ দর্জি, হালিম বেপারী, মোস্তফা সহ মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো এসময় উপস্থিত কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল কে ফুল দিয়ে বরণ করেন জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম