
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমাদের সমাজে কোনো না কোন ক্ষেত্রে সবাই দক্ষ। তাদের দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে নিরবে নিভৃতে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে এ মানুষগুলোর অবদান অপরিস। আলোকিত সমাজ গঠনে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক আরো বলেন, আজকে নতুন কুঁড়ির আয়োজনে মেহেদী উৎসব ও গুণীজন সংবর্ধনের আয়োজন করা হয়েছে। আমি এই সংগঠন সম্পর্কে যতটুকু জেনেছি, তারা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের সামজিক কাজ করে থাকেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা একজন আইনজীবী হয়েও সমাজের জন্য অনেক কাজ করেন। অনেক পরিশ্রম করেন সমাজের জন্য, মানুষের জন্য। এসব দেখে আমাদের ভালো লাগে। আমি এই সংগঠনটির সাফল্য কামনা করছি।
স্বরলিপি নাট্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি এমাআর ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সম্মিলিত প্যাচার পরিষদের সভাপতি ডাক্তার মোবারক হোসেন, চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট (অব:) মোঃ শোয়ায়েব আহমেদ, চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী সেলিম আহমেদ চৌধুরী ,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি নূরুল ইসলাম ফরহাদ, মেঘনা থিয়েটারের সভাপতি মো. তবিবুর রহমান রিংকু, চাঁদপুর জজকোর্টের আইনজীবী আবু হানিফ রিফাত, নতুন কুড়ির সাংগঠনিক সম্পাদক মোঃ রতন বেপারী সেলিম।
মেহেদী উৎসব প্রতিযোগিতা ৩টি বিভাগে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ক- বিভাগে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী, খ- বিভাগে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী এবং গণ বিভাগে গৃহিণীরা অংশ নেন। তিনটি বিভাগ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ ঝষ প্রতিযোগিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। মেহেদী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন, চিত্রশিল্পী বিপ্লব দাস কুট্টি, অভিজিৎ রায়, মনির হোসেন মান্না।মেথির উৎসব প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে নতুন কুঁড়ি সংস্কৃতিক সংগঠনের নিত্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বাঁশি পরিবেশন করেন মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নতুন কুঁড়ি ক্রীড়া ও সংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মানসুর আক্তার কাজল, যুগ্ম সম্পাদক ইয়াকুব বিন সায়েদ লিটনসহ সংগঠনের সকল সদস্যরা।