চাঁদপুরে দুই মাদক বিক্রেতা গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানাগেছে, আজ ১২.০৫ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নির্দেশনায় এসআই সাইফুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে সদর মডেল থানাধীন ঘোষের হাট কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক সড়কের উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন প্রঃ মুমিন (২০), পিতা-মোসলে উদ্দিন মাঝি, মাতা-পারভীন বেগম, সাং-উত্তর কোরালিয়া (শুক্কুর মাঝির বাড়ী), থানা-গৌরনদী, জেলা-বরিশাল এবং ইব্রাহিম খলিল প্রঃ মন্টু (৩৮), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-ফিরোজা বেগম, সাং-জগতপট্টি (সর্দার বাড়ী), ৭নং ওয়ার্ড, স্বরুপকাঠি পৌরসভা, থানা-নেছারাবাদ (স্বরুপকাঠি), জেলা-পিরোজপুরদ্বয়কে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

এই ঘটনায় দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম