কুমিল্লা: কুমিল্লায় ডাকাতির পর গৃহবধূকে হত্যার দায়ে ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে দশ হাজার টাকা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৩০নভেম্বর) বেলা ১২ টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কুমিল্লা দাউদকান্দি উপজেলার বড়সাতপাড়া গ্রামের কাউছার ওরফে অপূর্ব, মুরাদনগর উপজেলার বরইয়া কুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, দাউদকান্দি সাতপাড়া গ্রামের শফিকুল বাসার, একই গ্রামের আক্তার হোসেন, লালচান স্বর্ণকার ও দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের মহসিন। রায় ঘোষণার সময় কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিলেন।