কাশ কুমারী (কবিতা)

-বিচিত্র কুমার

ইচ্ছে করে হারিয়ে যেতে কাশ ফুলের ওই দেশে;
সিগ্ধহাওয়া খোঁপায় দোলে কাশ কুমারীর কেশে।
পাখির মতো হাওয়ায় উড়ে সাদা সাদা পরী;
মন চায় তাকে হাত বাড়িয়ে ভালোবাসাই ধরি।
কিন্তু তাকে পাইনা ছুঁতে জ্বলেপুড়ে মরি;
ইচ্ছে করে বলতে ডেকে- ওগো কাশ কুমারী।

তোমায় নিয়ে কাব্য লিখি আমি প্রেমের কবি;
রঙতুলিতে হৃদয় মাঝে এঁকেছি তোমার ছবি।
ইচ্ছে করে জানতে তোমায় এই শরতের দেশে;
কেমনে তুমি সুখে আছো আমায় দূরে রেখে?
নদীর বাঁকে পুকুর পাড়ে সুখেই কাটছে তোমার দিন;
তোমার কথা ভেবেভেবে আমার বুকের মধ্যে করে চিনচিন।

এই শরতে যেই না তোমায় প্রথম দেখেছি;
বুকের মধ্যে ভালোবাসার ঘরবাঁধার স্বপ্ন দেখছি।
ওগো শরৎ রানী কাশ কুমারী রাখো না আমার কথা;
তোমার জন্য পাগল আমি আর দিও না ব্যাথা।
অমনি শুনে হঠাৎ সে হারিয়ে গেলো সাদা সাদা মেঘে;
উড়ে উড়ে ঘোরে কাশ কুমারী পরীর ডানা পেয়ে।

নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
মোবাইলঃ 01739872753

ফোকাস মোহনা.কম