কচুয়ায় দুই দিনের সফরে আসছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়া (চাঁদপুর):  ১ ফেব্রুয়ারী বুধবার দুই দিনের সফরে কচুয়ায় আসছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি সকাল ১০ টায় সাচার ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

১১টায় সাচার উচ্চ বিদ্যালয় মাঠে গরীব ও অসহায় লোকদের মাঝে কম্বল বিতরণ ও একই স্থানে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আসবাবপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ১২ টায় কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করবেন। বিকাল ৩টায় কচুয়া উপজেলার বিভিন্ন এতিমখানায় কম্বল বিতরণ ও সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-যোগদানকৃত শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রহিমাগনর কলেজ মাঠে গরিব অসহায় জনসাধারণের মাঝে কম্বল বিতরণ, সকাল ১১টায় মনোহরপুর ফাযিল মাদ্রাসায় আসবাবপত্র বিতরণ, দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গরিব অসহায় জনসাধারণের মাঝে কম্বল বিতরণ, দুপুর সাড়ে ১২টায় পালাখাল উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

এছাড়া বিকাল ৩টায় সহদেবপুর পশ্চিম ইউনিয়নের কাঠালিয়াজাগির এলাকায় নবনির্মিত রাস্তা পরিদর্শন করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যাক্তিগত সহকারী মো. রাজীব আহমেদ রাজু।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম